বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: সরকার গঠনের আগে মোদী-শাহকে নিয়ে বিস্ফোরক অভিযোগ রাহুলের! স্টক মার্কেট থেকে এক্সিট পোল নিয়ে তুললেন প্রশ্ন
Updated: 06 Jun 2024, 10:52 PM IST
Sritama Mitra
সবে চলছে সরকার গঠন নিয়ে আলোচনা। তারই মাঝে ভোের ফলাফল ঘোষণার ২ রাত কাটতেই বিস্ফোরক অভিযোগ নিয়ে সরব রাহুল গান্ধী। রায়বরেলি ও ওয়েনাদের সাংসদ রাহুলের প্রশ্ন, ভোটের মাঝে স্টক মার্কেটে লগ্নি নিয়ে হঠাৎ নির্দিষ্ট পরামর্শ কেন দিয়েছিলেন মোদী, শাহরা? তাঁর প্রশ্নের মুখে রয়েছে এক্সিট পোলও। রাহুলের দাবি স্টক মার্কেট দুর্নীতি হয়েছে। তাঁর বিস্ফোরক অভিযোগ, এই দুর্নীতিতে ইন্ধন দিয়েছেন মোদী শাহরা।