বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: ভূমিধসের কারণে বিপর্যস্ত কেরলের ওয়েনাদ! মুখ খুললেন অমিত শাহ, কী বললেন রাহুল গান্ধী?
Updated: 31 Jul 2024, 06:12 PM IST
Sayani Rana
মঙ্গলবার ভূমিধসের কারণে বিপর্যস্ত কেরালার ওয়েনাদ।লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। আহতদের উদ্ধার কাজ চলছে, ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে ত্রাণ। তবে ভারী বর্ষণের কারণে উদ্ধার কার্য ব্যাহত হচ্ছে। কেরলের চার জেলা ওয়েনাদ, কোঝিকোড়, মালাপ্পুরম ও কান্নুরে রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় হাওয়া অফিস। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ, কান্নুর ডিফেন্স সিকিউরিটি কোর এবং বিমানবাহিনীর সদস্যরা হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার কাজ চালাচ্ছে। মঙ্গলবার ওয়েনাদের মেপ্পাদি, মুন্দাকাল টাউন ও চুরালমালায় তিন দফা ভূমিধস হয়। সেতু ধসে পড়ে ও ক্ষতিগ্রস্ত হয় সড়কপথও। এই ভূমিধস নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাহুল গান্ধী যা বললেন... বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।