বাংলা নিউজ >
দেখতেই হবে >
Rahul Gandhi Pouring Water on Head: 'খুব গরম'! ভাষণের মাঝে মঞ্চে বোতল থেকে মাথায় জল ঢেলে নিলেন রাহুল
Updated: 28 May 2024, 06:39 PM IST
Sritama Mitra
লোকসভা ভোটের শেষ পর্যায়ের ভোটপর্ব সামনেই। ১ জুন সপ্তম ও শেষ দফার ভোট। তার আগে, ভোটপর্বের প্রচার তুঙ্গে। এদিকে, দেশের বহু এলাকায় চলছে তীব্র তাপপ্রবাহ। তারই মাঝে রুদ্রপুরে ভোটের প্রচারে পৌঁছন রাহুল গান্ধী। তিনি মঞ্চে ভাষণ দিতে দিতেই বোতল থেকে জল খেতে থাকেন। ভাষণ থামিয়ে মাঝপথে বলেন,'খুব গরম'। এরপরই বোতলের বাকি জল নিজের মাথায় মঞ্চেই ঢেলে নেন কংগ্রেসের এই তারকা প্রচারক।