বাংলা নিউজ >
দেখতেই হবে >
Rahul Gandhi Oath taking video: হাতে সংবিধানের কপি নিয়ে শপথ রাহুলের, বললেন 'জয় হিন্দ, জয় সংবিধান'
Updated: 25 Jun 2024, 10:57 PM IST
Sritama Mitra
চারিদিকে তখন 'ভারত জোড়ো' রব। তারই মাঝে লোকসভার ভিতর হাতে সংবিধানের কপি নিয়ে শপথ পাঠ করতে উঠলেন রাহুল গান্ধী। ১৮ তম লোকসভার সাংসদ পদে ২৫ জুন শপথ নেন তিনি। সেই সময় তিনি হাতে সংবিধানের কপি তুলে নেন। আর তাকে সামনে রেখেই চলে তাঁর শপথ পাঠ। বক্তব্যের শেষে তিনি বলেন, 'জয় হিন্দ, জয় সংবিধান'।