বাংলা নিউজ >
দেখতেই হবে >
Rahul Gandhi viral video: ভোটের সকালে বুথ পরিদর্শনে গিয়ে খুদের সঙ্গে খোশ মেজাজে রাহুল গান্ধী!বজরংবলীর মন্দিরে দিলেন পুজো
Updated: 20 May 2024, 05:25 PM IST
Sritama Mitra
লোকসভা ভোটগ্রহণের পঞ্চম দফা ২০ মে। সোমবারের এই ভোটদান পর্বে উত্তরপ্রদেশের রায়বরেলি কেন্দ্রের চলেছে ভোট। এখানে কংগ্রেসের প্রার্থী রাহুল গান্ধী। সকালেই রায়বরেলিতে বজরংবলীর মন্দিরে পুজো দিতে দেখা যায় রাহুলকে। খানিক পরেই তিনি বেরিয়ে পড়েন বুথ পরিদর্শনের উদ্দেশে। একটি বুথে দেখা গেল, এক ভোটারের সঙ্গে আসা খুদের সঙ্গে খোশ মেজাজে মেতে উঠলেন রাহুল। সব মিলিয়ে রায়বরেলিতে রাহুলকে ঘিরে সকাল থেকেই ছিল ক্যামেরার ফোকাস।