বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: অনুরাগের 'যাঁর জাত..' মন্তব্যকে পাল্টা দিয়ে রাহুল বললেন, 'মহাভারতে অর্জুনের মতো আমিও..'
Updated: 30 Jul 2024, 11:20 PM IST
Sritama Mitra
সোমবার সংসদে জাতিগণনা প্রসঙ্গে তুমুল হইহট্টগোল শুরু হয় অনুরাগ ঠাকুরের মন্তব্য ঘিরে। সেখানে নাম না করে 'জাতি' প্রসঙ্গে অনুরাগ, রাহুল গান্ধীকে নিশানা করে কিছু মন্তব্য করেন। ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস সাংসদ রাহুলও। আগে শোনা যাক, অনুরাগ কী বললেন। এরপর পাল্টা রাহুল গান্ধী বলেন, ‘যে কেউই এই দেশে দলিত, আদিবাসীদের কথা বলেন, যাঁরাই তাঁদের জন্য লড়েন, তাঁরা গালি খান।' রাহুল এরপর মহাভারতের অর্জুনের প্রসঙ্গ তোলেন। কী বললেন রাহুল? রাহুলের বক্তব্যের পরই, অনুরাগের 'জাতি' মন্তব্য নিয়ে সপা সাংসদ অখিলেশও প্রতিবাদে মুখর হন। এরপর তপ্ত সংসদে ফের বক্তব্য রাখেন অনুরাগ। কী বললেন বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর?