বাংলা নিউজ >
দেখতেই হবে >
সংসদের বাইরে আদানি ইস্যুতে বিরোধীদের সঙ্গে প্রতিবাদ রাহুলের, বিক্ষোভ থেকে দূরে SP, TMC
Updated: 10 Dec 2024, 01:32 PM IST
Laxmishree Banerjee
সংসদ চত্বরে আদানি বিষয় নিয়ে প্রতিবাদে সামিল লোকসভা এলওপি রাহুল গান্ধী। বিরোধী সাংসদদের সঙ্গে এদিন বিক্ষোভে যোগ দেন তিনি। মোদী ও আদানির মুখোশের আড়ালে থাকা দুই সদস্যের সঙ্গেও এদিন দেখা গিয়েছে রাহুলকে। যদিও এই বিক্ষোভে তৃণমূল ও এসপির সাংসদরা অংশ নেননি। এমন পরিস্থিতিতে, INDI জোটের মধ্যে রাহুল গান্ধীর নেতৃত্ব প্রসঙ্গে অন্তর্দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন উঠছে।