বাংলা নিউজ >
দেখতেই হবে >
Yaalini Birthday: ইয়ালিনির জন্মদিনে রাজ-শুভশ্রীর বাড়িতে ‘পুষ্প অভিষেক’, উপস্থিত ইসকনের সাধুরা
Updated: 30 Nov 2024, 11:43 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
সন্তানদের সু-স্বাস্থ্য ও সুখী-সুন্দর জীবন কামনা করে আজ শনিবার রাজ-শুভশ্রীর বাড়িতে ‘পুষ্প অভিষেক’-এর আয়োজন করা হয়। ইউভান-ইয়ালিনির মা শুভশ্রীর উদ্যোগেই হয়েছে এই আয়োজন। তাঁদের বাড়িতে ইসকন থেকে সন্ন্যাসীরা আসেন। এদিন জগন্নাথ দেব ও রাধাকৃষ্ণের মূর্তিকে ফুল দিয়ে স্নান করানো হবে। সঙ্গে হয় যজ্ঞ। ফল-মিষ্টি সহ ১২ রকম পদে ঈশ্বরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়।