Raj-Subhashree son: শ্যুটিং সেটে 'রাজপুত্র' ইউভান, সঙ্গী মা শুভশ্রী
Updated: 05 Mar 2023, 10:35 AM ISTফের রাজ চক্রবর্তীর সেটে হাজির পুত্র ইউভান, সঙ্গী মা শুভশ্রী। শনিবারও ছোট্ট ইউভানের সেট ভিজিটের বেশকয়েকটি ছবি পোস্ট করেছেন রাজ। ছবিগুলি ডাবিং স্টুডিওর বলেই মনে হচ্ছে, কারণ হেডফোন কানে দেখা যাচ্ছে ইউভানকে। ছেলেকে আদরে ভরিয়ে দিতে দেখা যাচ্ছে রাজ-শুভশ্রীকে।