বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: কেজরিওয়ালের বাড়ির বাইরে ময়লা ফেলে আটক রাজ্যসভার MP স্বাতী মালিওয়াল! কী ঘটেছে?
Updated: 30 Jan 2025, 07:22 PM IST
Laxmishree Banerjee
তিন ট্রাক আবর্জনা এনেছিলেন রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। তারপর দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে এই আবর্জনা ফেলতে শুরু করেন তিনি। দিল্লিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতিবাদেই তিনি এমনটি করেছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এমন বিশৃঙ্খলা সৃষ্টির কারণে স্বাতী মালিওয়ালকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গ্রেফতারের সময় পুলিশ ভ্যানে বসেই স্বাতী বলেছেন, 'পুরো শহর ডাস্টবিনে পরিণত হয়েছে। আমি এখানে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা বলতে এসেছি। আমি তাঁকে বলব 'শুধরে যান অন্যথায় জনগণ শুধরে দেবে।'