Updated: 20 Dec 2024, 12:14 AM IST
Laxmishree Banerjee
নতুন মাইলস্টোন ভারতীয় রেলের। সমুদ্রের উপর দিয়ে ছুটবে ট্রেন, জাহাজ এলেই সরে যাবে এমনই ভার্টিকাল লিফ্ট সমুদ্র সেতু চালু হবে শীঘ্রই। জানা গিয়েছে, ভারতীয় রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিস্ময়, ভারতের প্রথম ভার্টিকাল লিফ্ট সি ব্রিজ 'পামবান ব্রিজ' ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। রামেশ্বরম দ্বীপের প্রবেশদ্বার পামবানে নতুন রেলওয়ে ব্রিজের নির্মাণ কাজ ২০২০ সাল থেকে চলছে। এরইমধ্যে ব্রিজের বড় অংশের কাজ শেষ হয়েছে, এবং শুধুমাত্র কিছু অংশ এখনও নির্মাণ করা বাকি। এমন পরিস্থিতিতে শীঘ্রই ব্রিজের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। তাহলে পামবান ব্রিজের উপর দিয়ে ট্রেন পরিষেবা শুরু হতে বেশি দিন বাকি নেই৷