সামনে এল রণবীর সিংয়ের আসন্ন ছবি ৮৩-র অফিসিয়্যাল পো... more
সামনে এল রণবীর সিংয়ের আসন্ন ছবি ৮৩-র অফিসিয়্যাল পোস্টার। শনিবার প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে চেন্নাইয়ে মুক্তি পেল পরিচালক কবীর খানের এই স্পোর্টস ড্রামার ফার্স্ট লুক। ক্রিকেট নিয়ে ছবি তাই ক্রিকেট মাঠেই হল পোস্টারের লঞ্চ। এদিন এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হাজির ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা কপিল দেব, কে শ্রীকান্তও। ১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের গল্প বলবে এই ছবি। চলতি বছরের ১০ এপ্রিল মুক্তি পেতে চলেছে ৮৩।