Updated: 28 Aug 2023, 08:49 PM IST
Sritama Mitra
এই ভিডিয়ো কর্ণাটকের দেবনাগিরির। সেখানে এক জেলবন্দি এভাবে পালিয়ে যায়। জেলের ৪০ ফুটের পাঁচিল সে এভাবে টপকে বেরিয়ে যায়। গোটা ঘটনার ভিডিয়ো বন্দি হয়েছে সিসিটিভিতে। দেখা যাচ্ছে উঁচু থেকে পড়ে ওই বন্দি আঘাতও পায়। পায়ে চোট লাগে বলে দেখা যাচ্ছে ভিডিয়োয়। তবে আহত অবস্থাতেই চুপিসারে সে বেরিয়ে যায়। এই বন্দিকে খুঁজতে আপাতত ময়দানে নেমেছে পুলিশ।