Updated: 23 Apr 2022, 09:23 PM IST
লেখক Sritama Mitra
সদ্য জন্মেছে হাতির শাবক। তা, এমন ঘটনা তো অকছরই হয়।... more
সদ্য জন্মেছে হাতির শাবক। তা, এমন ঘটনা তো অকছরই হয়। তবে কর্ণাটকের বন্দিপুরে ঘটেছে এক বিরল কাণ্ড। সেখানে হাতির দুই শাবক যমজ সন্তান। আর সদ্যোজাতদের ঘিরে বন্দিপুরের জঙ্গলে বনকর্মীদের মধ্যে বেশ উৎসাহ। কারণ সাধারণত হাতির যমজ সন্তানে দেখা যায় না। আর সেই কারণেই এই টাইগার রিজার্ভ-এর 'জঙ্গল বুক'-এ আপাতত খুশির হাওয়া। বহু নেটিজেনই এই হাতির শাবকের শিশুদের ভিডিয়ো তুলে ধরেছেন।