Video: চলন্ত বিমানে মাঝ আকাশে খুলে গেল এই দরজা! কী ঘটল? দেখে নিন ভাইরাল ভিডিয়োয়
Updated: 10 Jan 2023, 11:17 PM ISTরাশিয়ার এক চার্টার বিমানে ভয়াবহ কাণ্ড ঘটে গিয়েছে। মাঝ আকাশে বিমান চলতে চলতে আচমকাই তার 'রিয়ার' দরজা খুলে যায়। IrAero-এর বিমানে ততক্ষণে রীতিমতো ত্রস্ত হয়ে পড়েন যাত্রীরা। ততক্ষণে বিমান উড়ছে কার্যত বরফ ঘেরা উপত্যকার মধ্যে দিয়ে।নিচে চারদিকে বরফের পুরু আস্তরণ। বাইরের তাপমাত্রা -৪১ ডিগ্রি সেলসিয়াস। সাইবেরিয়ার ম্যাগান শহরের আকাশপথে তখন ওই বিমান। ফলে হু হু করে ঢুকতে থাকে বরফ মাখা হাওয়া। সেই সময় বিমানে ২৫ জন যাত্রী, ৬ জন ক্রিউ সদস্য। তাঁদেরই একজন এই ঘটনা ভিডিয়ো বন্দে করেন। জানা গিয়েছে, শেষপর্যন্ত বিমান সফল অবতরণ করে। সমস্ত যাত্রীরাই অক্ষত।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup