Video: প্রজাতন্ত্র দিবসে কোন চমক থাকতে চলেছে দিল্লির রাজপথে? দেখুন মহড়ার কিছু ঝলক
Updated: 23 Jan 2023, 11:22 PM IST২০২৩ সালের প্রজাতন্ত্র দিবস ঘিরে সাজো সাজো রব গোটা দেশে। রাজধানী দিল্লির রাজপথে সেদিনের প্যারাড ঘিরে নজর থাকবে বিশ্বজোড়া ভারতীয়দের। নজর রাখবে বহির্বিশ্বও। তারই মাঝে সোমবার সম্পন্ন হল 'ফুল ড্রেস রিহারসাল'। দিল্লির বিজয় চক, কর্তব্যপথ, সি-হেক্সাগন, তিলক মার্গ থেকে লালকেল্লা পর্যন্ত রাস্তায় চলল মহড়া। বিজয়চকে এদিন সকাল ১০.৩০ মিনিটে শুরু হয় এই মহড়া। তাক লাগানো একের পর এক সমরাস্ত্র থেকে প্যারাডের নৈপুণ্য এদিন ছিল নজর কাড়া।