বাংলা নিউজ >
দেখতেই হবে >
আর জি কর কাণ্ড: মেয়ের ন্যায় বিচারের দাবিতে বিধানসভায় নির্যাতিতার বাবা-মা! কী বললেন?
Updated: 27 Nov 2024, 11:15 PM IST
Laxmishree Banerjee
আর জি করে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের আগুন নেভার নয়। মেয়ের ন্যায় বিচারের দাবিতে, প্রয়োজনে পথে নামতেও রাজি বাবা মা। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে ন্যায়বিচার চাইতে পৌঁছেছিলেন বিধানসভায়।