বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: ধরনায় ইতি টেনে স্বাস্থ্য়ভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল
Updated: 20 Sep 2024, 11:30 PM IST
Sritama Mitra
আরজি ক-র অন্দরে তরুণী চিকিৎসকের নির্মম মৃত্যু ঘিরে উঠেছে নানান সওয়াল। সেই মৃত্যু ঘিরে প্রশ্ন তুলে প্রতিবাদে নামেন জুনিয়র চিকিৎসকরাও। একমাসের বেশি তাঁদের প্রতিবাদের পর তাঁরা সদ্য শেষমেশ ধরনা তুলে নিল শুক্রবার। স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে সেই ধরনা তোলার ঘোষণা করেন তাঁরা।