Updated: 10 Jul 2024, 09:20 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
বুধবার ক্রিশ্চান বধূর সাজে সেজে ছবি পোস্ট করেছেন ঋতাভরী চক্রবর্তী। তাঁর পরনে সাদা গাউন, কান ও গলায় হিরের গয়না, মাথায় চূড়া আর হাতে ভুল। সাদা নেটের ওড়না দিয়ে মুখ ঢেকেছেন ঋতাভরী। ওড়নার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, অভিনেত্রীর ঠোঁটের কোণে লেগে থাকা হালকা হাসি। দেখে মনে হচ্ছে বিয়ে করতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে পোজ দিয়েছেন তিনি। এই ছবি দেখেই নেটপাড়া এক সুরে প্রশ্ন করে বসেছেন,'আরে বিয়েটা করেই ফেললেন নাকি?' __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en #ritabharichakraborty #tollywood