বাংলা নিউজ >
দেখতেই হবে >
Rituparna-Jeetu: 'সিনিয়র' ঋতুপর্ণার সঙ্গে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' গানে নাচ, জড়িয়েও ধরলেন জিতু
Updated: 04 Mar 2025, 06:33 PM IST
লেখক Ranita Goswami
#rituparnasengupta #jeetukamal #sasurbarizindabad #reel ঋতুপর্ণার সঙ্গে কোনও এক পার্টিতে নাচের ভিডিয়োটি পোস্ট করেছেন জিতু নিজেই। ক্যাপশান লিখেছেন, ‘উনি আমাদের থেকে অনেক সিনিয়র, তবে আমাদেরও বড় হওয়ার জায়গা ছেড়ে দেন…’। প্রসঙ্গত, একসময় জিতুর নায়িকা হয়েও কাজ করেছেন ঋতুপর্ণা। লাইম এন লাইট ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। বরাবরই ঋতুপর্ণার সুন্দর সম্পর্ক বজায় রেখেছেন জিতু।