বাংলা নিউজ > দেখতেই হবে > Video: হবু বাগদত্তাকে মাঝ আকাশে 'সারপ্রাইজ' দিয়ে রোম্যান্টিক প্রস্তাব! ভাইরাল এই দৃশ্য

Video: হবু বাগদত্তাকে মাঝ আকাশে 'সারপ্রাইজ' দিয়ে রোম্যান্টিক প্রস্তাব! ভাইরাল এই দৃশ্য

কথায় বলে 'Love is in the air'! তবে এবার সত্যিই এয়ার ট্রাভেলের মাঝে এই প্রেমের প্রস্তাব সেই কথাকে স্মরণ করিয়ে দিচ্ছে। এই দৃশ্য এয়ার ইন্ডিয়ার বিমানের মধ্যে দেখা গিয়েছে। যেখানে হবু স্ত্রীকে চমকে দিয়ে সকলের সামনে হাঁটু গেড়ে বসে প্রোপোজ করলেন হবু স্বামী। জানা গিয়েছে, বিমানে যে হবু স্বামী রয়েছেন, তা জানতেন না স্ত্রী। লন্ডন থেকে ওই মহিলা যাচ্ছিলেন মুম্বইতে। তারমাঝে হায়দরাবাদ ছিল একটি স্টপ। অন্যদিকে, হবু স্বামী আগে থেকে প্ল্যান করে নেন সবটা! তিনি মুম্বই থেকে হায়দরাবাদ হয়ে ফের মুম্বইয়ের বিমান ধরেন। তারই মাঝে বিমানে এমন রোম্যান্সের দৃশ্য দেখা যায়। হবু স্বামীর প্রেমের প্রস্তাবে ছিল একটি পোস্টার। আর ছিল একটি রিং। যা দেখে মহিলা কার্যত আবেগে ভেসে যান। বিমানে আশপাশের অনেকে এমন 'বসন্ত' এর ছোঁয়াকে পরতে পরতে উপভোগ করেন!