বাংলা নিউজ >
দেখতেই হবে >
Delhi Mall roof Collapse Video: আচমকা ভেঙে পড়ল শপিং মলের ছাদের একাংশ! দিল্লিতে চাঞ্চল্য
Updated: 05 Mar 2024, 06:52 PM IST
Sritama Mitra
এই দৃশ্য দিল্লির অ্যাম্বিয়েন্স মল-এর। সেখানে আচমকাই ভেঙে পড়ে শপিং মলের ছাদের একাংশ। এই ভয়াবহ কাণ্ডে যদিও কোনও হতাহতের খবর নেই। তবুও প্রশ্ন উঠছে মলের ভিতরের নিরাপত্তা নিয়ে। রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। ভিডিয়োয় দেখা গিয়েছে, ছাদের একাংশ ভেঙে তা এসকালেটারের ওপর পড়ে রয়েছে। এই নিয়ে একটি ভিডিয়ো সদ্য ভাইরাল হয়। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।