বাংলা নিউজ >
দেখতেই হবে >
Rukmini at Dakshineswar: ১৪০ বছরের অপেক্ষা! স্টারের নাম বিনোদিনী থিয়েটার হতেই ১৪১টি প্রদীপ জ্বালালেন রুক্মিণী
Updated: 07 Jan 2025, 03:53 PM IST
Ranita Goswami
২০২৪-এর শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বদলে যাচ্ছে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী ‘স্টার থিয়েটার’-এর নাম। গতবছরের ৩০ ডিসেম্বর সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন প্রেক্ষাগৃহের নতুন নামকরণ হতে চলেছে ‘বিনোদিনী থিয়েটার’। তবে এই নাম বদলের জন্য অনেকদিন লড়াই চালিয়েছেন পর্দার 'বিনোদিনী' রুক্মিণী মৈত্র এবং তাঁর ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’-এর পরিচালক রাম কমল। অবশেষে তাঁদের স্বপ্নপূরণ হতেই দক্ষিণেশ্বরে মা ভবতারিনীর কাছে পুজো দিতে গেলেন তাঁরা। অভিনেত্রী তাঁদের পুজো দেওয়া ও ৪১টি প্রদীপ জ্বালানোর ছবি ও ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।