Updated: 29 Jun 2024, 10:23 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
ছবি ও ভিডিয়ো পোস্ট করে রুক্মিণী লিখেছেন, এই জন্মদিনটি অনেক কারণেই আমার কাজ স্পেশাল, আর চিরকাল এটা স্মরণীয় হয়ে থাকবে। সবথেকে ভালো ছিল আমার দিদা-দাদুর সঙ্গে আমি জন্মদিনের রাত কাটিয়েছি। যাঁরা প্রথমবার আমার জন্মদিন উদযাপন করার জন্য এসেছিলেন, এটা কোভিডের ৪ বছর পর! রাতের শেষে আনন্দে আমি তাই কেঁদেই ফেললাম। আপনাদেরও সমস্ত ভালবাসা এবং শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। আপনারা সবাই সত্যিই আমার আশীর্বাদ! এটা ছিল সত্যিই আমার শুভ জন্মদিন! __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en #rukminimaitra #tollywood