Updated: 08 Jan 2025, 09:32 PM IST
Ranita Goswami
২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে রামকমল মুখোপাধ্যায়ের ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ ছবিটি। তবে তার আগে সামনে এল ছবির প্রথম গান ‘কানহা’। যেটি কিনা গেয়েছেন শ্রেয়া ঘোষাল। আর এর মিউজিক করেছেন সৌরেন্দ্র-সৌম্যজিৎ। আর তাতেই রাজকীয় বেশে ধরা দিলেন অভিনেত্রী। হঠাৎ করে গানের কোরিওগ্রাফি, সিনেমাটোগ্রাফি দেখলে অনেকে এটা সঞ্জয়লীলা বনশালির ছবি, বিশেষত 'দেবদাস' ভেবেও ভুল করে বসতেও পারেন। আর লাল ব্লাউজ ও সাদা লেহেঙ্গায় সেজে বিনোদিনী দাসীর বেশে রুক্মিণী যেভাবে নৃত্যকলা পরিবেশন করলেন তাতে মুগ্ধ হতে হয় বৈকি। এই গানের ভিডিয়ো সামনে আসতেই নেটপাড়ায় অনেকেই লিখেছেন, ‘রুক্মিণী বেশ বোঝালেন তিনি বিনোদিনী-র জন্য যোগ্য’। এদিকে ৮ জানুয়ারি, বুধবার, 'কানহা' মিউজিক লঞ্চে কানহা গানের সঙ্গে লাইভ পারফর্ম করেন রুক্মিণী মৈত্র।