Updated: 03 Feb 2025, 01:17 PM IST
Laxmishree Banerjee
আবারও বাঘের আতঙ্কে দিন কাটছে বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের ডুবুখানা গ্রামের বাসিন্দাদের। জানা গিয়েছে, এই গ্রামেরই এক গৃহবধূ গ্রাম লাগোয়া জঙ্গলে গিয়ে বাঘ দেখেছেন। এরপর জঙ্গল থেকে প্রাণভয়ে বাড়িতে ছুটে এসে আতঙ্কে জ্ঞান হারান ওই মহিলা। পরে বন দফতর তাঁকে রানিবাঁধে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। এদিকে ওই মহিলার বাঘের মুখে পড়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। রাতভর আগুন জ্বেলে গ্রামপাহারা দেন স্থানীয় বাসিন্দারা। আর জন্তুটি বাঘ কিনা, সে ব্যাপারে নিশ্চিত হতে এলাকার জঙ্গলে একাধিক ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে বলে জানা গিয়েছে।