বাংলা নিউজ >
দেখতেই হবে >
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ফসিলস- চন্দ্রবিন্দু, রূপম-অনিন্দ্যর সঙ্গে গাইলেন ৪৭ হাজার মানুষ!
Updated: 09 Dec 2023, 10:53 PM IST
লেখক Subhasmita Kanji
বাংলাদেশে পারফর্ম করতে গিয়েছিল এপার বাংলার দুই জনপ্রিয় ব্র্যান্ড। ফসিলস এবং চন্দ্রবিন্দুর গানের সুরে সুরে জমে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান। অনিন্দ্য উপলের সঙ্গে এদিন শ্রোতারা ভিনদেশী তারা গানটি গান। মঞ্চ থেকে কী বার্তা দেন রূপম?