বাংলা নিউজ >
দেখতেই হবে >
Rupanjana-Ratool's Honeymoon: হাঁটু গেড়ে বসে রূপাঞ্জনাকে আরও একবার প্রেম নিবেদন রাতুলের, মায়ের সেই ভিডিয়ো তুলল কি ছেলে?
Updated: 22 May 2024, 09:46 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
খানিকটা বলিউডি ফিল্মি কায়দায় ধরা দিলেন রাতুল-রূপাঞ্জনা। তুষার ঘেরা পাহাড়ের সামনে হাঁটু গেড়ে বসে রূপাঞ্জনাকে আরও একবার প্রেম নিবেদন করলেন রাতুল। বরের কাণ্ড দেখে ‘নতুন বউ’ রূপাঞ্জনা তখন অভিভূত। আর ব্যাকগ্রাউন্ডে তখন বাজল, ‘ও সজনি রে, ক্যায়সে কাটে দিনরাত…’। এখন প্রশ্ন রাতুল-রূপাঞ্জনা যখন এভাবে রোম্যান্টিক হয়ে ধরা দিচ্ছিলেন, তখন তাঁদের সেই মুহূর্তটি লেন্সবন্দি করেছে কে? তবে কি রিয়ানই তাঁদের এই ভডিয়োটি তুলে শ্যুট করেছে? নাহ সেকথা অবশ্য অভিনেত্রী বা রাতুল কেউই খোলসা হয়নি।