প্রত্যেক বছরের মতো এবারও মুম্বই পুলিশের বীরত্বকে ... more
প্রত্যেক বছরের মতো এবারও মুম্বই পুলিশের বীরত্বকে স্মরণ করতে আয়োজন করা হয়েছিল উমঙ্গ অনুষ্ঠানের। আর এই সেলিব্রেশনে সামিল বলিউডের রথী-মহারথীরা। অনুষ্ঠানে যোগ দিতে সূদূর আমেরিকা থেকে মুম্বইয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপাড়া জোনাস। ছিলেন সলমন খান, ক্যাটরিনা কাইফ,কার্তিক আরিয়ান, সারা আলি খানরা। খাঁকি উর্দিতে এদিন উমঙ্গের রেড কার্পেটে হাজির হয়েছিলেন অনিল কাপুর। ক্যামেরার সামনে একসঙ্গে পোজ দিতে দেখা গেল মাধুরী দীক্ষিত এবং মণীশা কোয়েরেলাকে।