মায়ের সঙ্গে মন্দিরে পুজো দিলেন সইফ আলি খান কন্যা ... more
মায়ের সঙ্গে মন্দিরে পুজো দিলেন সইফ আলি খান কন্যা সারা। শনিবার মুম্বইয়ের এক মন্দিরে মা অমৃতা সিংয়ের সঙ্গে হাজির হন সিম্বার নায়িকা। এদিন সাদা শারারা স্যুটে পাওয়া গেল নায়িকাকে। কেদারনাথের সঙ্গে রূপোলি সফর শুরু করা এই নায়িকার পরবর্তী ছবি ইমতিয়াজ আলির লাভ আজ কাল টু। ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধেছছেন সারা। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পাবে এই ছবি।