Updated: 05 Mar 2025, 08:59 PM IST
লেখক Ranita Goswami
হ্য়াঁ, গান তো অতনুর জীবনে খুবই প্রিয়, তবে তার আরও একটি প্রিয় বিষয়ও রয়েছে। সেটা হল দুষ্টুমি। এটা করে বেশ ভালোই লাগে এই খুদে শিল্পীর। বিশেষ করে দিদির সঙ্গে খুনসুটি করতে বেশ ভালোই লাগে অতনুর। তবে শুধুই কি খুনসুটি, নাহ, বড় দিদিকে বেশ ভালোওবাসে অতনু। আর এবার দিদিকে জড়িয়ে ধরেই আদরে ভরিয়ে দিতে দেখা গেল ছোট্ট অতনুকে। যদিও মূল উদ্দেশ্য অবশ্য ছিল দিদিকে জ্বালাতন করার। ছোট্ট শিল্পীর ফেসবুকে উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে। চেয়ারে বসে রিমোর্ট হাতে টিভিতে খেলা দেখছিলেন অতনুর দিদি। আর তখনই শুরু হল ভাই-এর জ্বালাতন। এসে দিদিতে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে অতনু। দিদিকে জড়িয়ে ধরে সে। ভাই-এর জ্বালাতনে অগত্য় দিদিও বলল, ‘এই তুই যা…’।