Updated: 03 Mar 2025, 11:32 PM IST
লেখক Ranita Goswami
দেয়াশিনী বলেন, 'দারুণ আনন্দে আছি। (হাসি) তবে ঠিক যখন আমার নাম ঘোষণা হল, সেই মুহূর্তে ঠিক বুঝতে পারছিলাম না যে কী করব! ঠিক কী হচ্ছে? পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম। আর যদি শুরুর দিনে ফিরে যাই, তাহলে যখন প্রথম অডিশন দিয়েছিলাম, তখন ফার্স্ট অডিশনেই হোল্ডে চলে যাই। তখন তো আশাও করিনি যে এই জায়গায় যাব! বা এমন একটা দিনও আসতে পারে। তখন শুধু ভেবেছি, কীভাবে আরেকটু ভালো করে পরের পর্বে যাব। সেই সময় লড়াইটা অনেকটাই ছিল। আর যখন বিজেতা হিসাবে আমার নাম ঘোষণা হল, তখন সকল বিচারকরাই মঞ্চে এসেছিলেন। আইডি স্যার (ইন্দ্রদীপ দাশগুপ্ত) আমায় বলেছিলেন, ‘দেয়াশিনী, সেই হোল্ডিং জোনে যাওয়া থেকে বিজেতা হওয়া, এটা যদি মনে রাখতে পারো, তাহলেই নিজের একদিন লক্ষ্যে পৌঁছতে পারবে। এই জার্নিনা মাথায় রাখার চেষ্টা কোরো’। আর আমিও অবশ্যই এটা মাথায় রেখে চলার চেষ্টা করব।'