বাংলা নিউজ >
দেখতেই হবে >
Viral Video: তিহারে মন্ত্রী সত্যেন্দ্র জৈনের জন্য বাইরের খাবার,'বেড়েছে ৮ কিলো ওজন'! ভিডিয়ো ঘিরে তোলপাড়
Updated: 23 Nov 2022, 09:49 PM IST
লেখক Sritama Mitra
দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে ঘিরে শুরু হয়েছে তোলপাড়। কিছুদিন আগেই তাঁর জেলে বসে মালিশ নেওয়ার দৃশ্য ঘিরে বিতর্ক তৈরি হয়। এবার উঠে এল তিহার জেলের ভিতর তাঁর রাজকীয় খাবার খাওয়ার ভিডিয়ো। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইম, বাংলা। ভিডিয়োয় দেখা যাচ্ছে, জেলের ভিতরে মন্ত্রী সত্যেন্দ্র জৈনের জন্য আয়োজন করা হয়েছে, রাজকীয় খাবারের। ভিডিয়োতে দেখা যাচ্ছে, জেলের ভিতর বসে সেই রাজকীয় খাবার খাচ্ছেন সত্যেন্দ্র জৈন। দাবি করা হচ্ছে, জেলের বাইরে থেকে আসছে মন্ত্রীর জন্য এই খাবার। এছাড়াও সত্যেন্দ্র জৈনের আইনজীবী বলছেন, মন্ত্রীর ওজন জেলে থেকে ২৮ কিলো কমে গিয়েছে। অন্যদিকে, সংবাদ সংস্থা এএনআই তুলে ধরেছে তিহার কর্তৃপক্ষের বক্তব্য। সেই বক্তব্যে দাবি করা হয়েছে, দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের ওজন জেলে থেকে ৮ কিলো বেড়েছে।