Updated: 14 Aug 2022, 06:57 PM IST
লেখক Sritama Mitra
কামারহাটিতে এবার হুমকির সুর সৌগত রায়ের কণ্ঠে। 'তৃণ... more
কামারহাটিতে এবার হুমকির সুর সৌগত রায়ের কণ্ঠে। 'তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া গুটিয়ে জুতো' তৈরি করার নিদান দিলেন তিনি। সাফ ভাষায় তিনি জানান যে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন সিপিএম ও বিজেপিকে। তৃণমূলের এই বর্ষীয়ান নেতা বলেন, 'তৃণমূল কিন্তু রাস্তায় আছে আমরা কোনো দোষ করিনি'। তিনি বলেন, 'চোর বলে মিছিল করলে তাদের বিরুদ্ধে কিন্তু এমন ব্যবস্থা নেবো যে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।' এদিন ইডি প্রসঙ্গে মুখ খুলে নরেন্দ্র মোদীর দিকে তোপ দাগেন সৌগত রায়। সুর চড়িয়ে তিনি কী বলেছেন দেখে নেওয়া যাক।