বাংলা নিউজ >
দেখতেই হবে >
Sawan Kanwar Yatra Latest Video: ত্রিশূল, ডমরুর মধ্য দিয়ে হচ্ছে পুষ্পবর্ষণ! কানওয়ার যাত্রা ঘিরে অভিনব উদ্যোগ গুজরাটে
Updated: 04 Aug 2024, 10:00 PM IST
Sritama Mitra
ত্রিশূল, ডমরুর মধ্যে দিয়ে পুষ্পবর্ষণ কনওয়ার যাত্রার পূণ্যার্থীদের উপর। এই অভিনব দৃশ্য দেখা গিয়েছে গুজরাটের আমেদাবাদে। গুজরাটের অমরনাথ ধামে এই দৃশ্য দেখা গিয়েছে। প্রসঙ্গত, শ্রাবণের সোমবার পড়ছে রাত পেহালেই। আর এই পূণ্যতিথিতে ভক্তরা শিবের বিশেষ আরাধনা করেন। সেই উপলক্ষ্যেই শিবভক্ত কানওয়ারিদের এই যাত্রা। আর সেখানেই ড্রোন দিয়ে অভিনব কায়দায় এই পুষ্পবর্ষণ হল।