বাংলা নিউজ >
দেখতেই হবে > Video: 'রাতে কেউ বের হয়না'! কোন আতঙ্কে ওড়িশা দুর্ঘটনায় অস্থায়ী মর্গ হয়ে ওঠা এই স্কুল ভাঙার সিদ্ধান্ত?
Video: 'রাতে কেউ বের হয়না'! কোন আতঙ্কে ওড়িশা দুর্ঘটনায় অস্থায়ী মর্গ হয়ে ওঠা এই স্কুল ভাঙার সিদ্ধান্ত?
Updated: 09 Jun 2023, 10:04 PM IST লেখক Sritama Mitra ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বালাসোরের সেই অভিশপ্ত রাতে একের পর এক মৃতদেহ উঠে আসে ঘটনাস্থল থেকে। স্থানীয় এক স্কুলে জরুরিকালীন তৎপরতায় অস্থায়ী মর্গ তৈরি হয়। সেই বাহানাগা স্কুলই এবার ভেঙে ফেলা হচ্ছে। বিষয়টি নিয়ে মুখ খোলে প্রশাসন। জানা গিয়েছে স্কুল ঘিরে এলাকাবাসীদের মধ্যে রয়েছে আতঙ্ক। স্কুলে আসতে ভয় পাচ্ছে পড়ুয়ারা। একের পর এক মৃতদেহ রাখা ছিল স্কুলের বিল্ডিংয়ে। আর তার জেরেই পড়ুয়ারা ভীত বলে জানাচ্ছে স্কুল কর্তৃপক্ষ।