বাংলা নিউজ >
দেখতেই হবে >
মিষ্টিমুখ থেকে কোলাকুলি- 'সারেগামাপা'-র দশমীর বিশেষ পর্বে কী কী চমক? আগেভাগেই দেখে নিন ভিতরের দৃশ্য!
Updated: 12 Oct 2024, 09:06 PM IST
Sayani Rana
বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে, উমা চললেন শ্বশুর বাড়ি। দশমীর এই বিদায় বেলায়, সকলের মুখ ভার। কিন্তু তার মাঝেও আনন্দ খুঁজে নিতে জি বাংলা 'সারেগামাপা'-এর বিশেষ চমক। 'সারেগামাপা'-এ আজ সম্প্রচারিত হবে দশমী স্পেশাল পর্ব।এই পর্বে যেমন নানা গানের চমক থাকবে, তেমনই থাকবে খাবারের সম্ভারও। বিরিয়ানি থেকে মিষ্টি, ফুচকা কী নেই সেখানে? আর এই সমস্ত কিছুই চেখে দেখেছেন প্রতিযোগী থেকে বিচারকরা। আপনাদের জন্য রইল ক্যামেরার আড়ালে থাকা কিছু অদেখা মুহূর্ত। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।