বাংলা নিউজ > দেখতেই হবে > 'ভিক্ষার ঝুলি নিয়ে' ঘুরতে হচ্ছে! এই বক্তব্যে উঠে এল পাকিস্তানের করুণ ছবি

'ভিক্ষার ঝুলি নিয়ে' ঘুরতে হচ্ছে! এই বক্তব্যে উঠে এল পাকিস্তানের করুণ ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের এই বক্তব্যের ভিডিয়ো কার্যত ভাইরাল। তাঁকে বলতে শোনা যাচ্ছে, পাকিস্তানের আর্থিক করুণ পরিস্থিতি নিয়ে। তিনি বলছেন, পাকিস্তানে প্রতিরক্ষা ক্ষেত্র ছাড়া বাকি কোনও দিকে সেভাবে উন্নতি হয়নি। তিনি বলছেন, পাকিস্তানের থেকে ছোট দেশগুলিও এগিয়ে গিয়েছে। কিন্তু পাকিস্তান, স্বাধীনতার ৭৫ বছর পরও 'ভিক্ষার ঝুলি' নিয়ে ঘুরছে। ইসলামাবাদে আইনজীবীদের একটি সভায় এই বক্তব্য রাখেন শাহবাজ শরিফ। তিনি এও বলেন যে, তাঁদের 'বন্ধু' দেশগুলিও ক্লান্ত হয়ে গিয়েছে পাকিস্তানের সাহায্য চাওয়া নিয়ে। পাকিস্তানের প্রধানমন্ত্রী তাঁর বার্তা থেকে দেশকে আর্থিক দুর্গতি সহ নানান দিক থেকে উন্নততর পরিস্থিতিতে ওঠার বার্তা দেন।