Shahrukh Khan Video: ভক্তদের সামনে চেনা মেজাজে কিং খান! সঙ্গী আব্রাম
Updated: 11 Jul 2022, 08:16 PM ISTদেশ জুড়ে পালিত হয়েছে কুরবানি ইদ। সকাল থেকেই চলছে শুভেচ্ছা বিনিময়। আর তারই মাঝে ভক্তদের সামনে চেনা মেজাজে এসে শুভেচ্ছা জানালেন কিং খান। ইদের মেজাজ ধরে রেখে 'মন্নত' এর ব্যলকনিতে দেখা গেল শাহরুখকে। ভক্তদের ডাকে সাড়া দিয়ে জানালেন শুভেচ্ছা। সঙ্গী ছোট ছেলে আব্রাম।