Updated: 26 Oct 2024, 09:28 PM IST
লেখক Subhasmita Kanji
গত বছরই সাতপাকে বাঁধা পড়েছেন রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। এদিন তাঁদের বাড়িতে এলেন জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ। জগৎগুরু গাড়ি থেকে নামতেই সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে তাঁকে বাড়িতে অভ্যর্থনা জানান রাঘব।