Updated: 11 Nov 2024, 11:30 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
সারাজীবন গানই ছিল তাঁর সঙ্গী। গান ছিল তাঁর সাধনা। জীবনের শেষদিনেও গানকে বুকে করে আঁকলে নিয়েই চলে গেলেন পদ্মভূষণ প্রাপ্ত গায়িকা সারদা সিনহা। ছটপুজোর গানের জন্য দারুণ জনপ্রিয় ছিলেন এই লোকসঙ্গীত শিল্পী। 'বিহার কোকিলা' বলা হত তাঁকে। সম্প্রতি হাসপাতালের মৃত্যুশয্যায় থেকে ভাইরাল হয়েছে সারদা সিনহা-র একটি ভিডিয়ো। যা দেখে চোখে জল সঙ্গীতশিল্পীর বহু অনুরাগীর।