বাংলা নিউজ >
দেখতেই হবে >
Sawan Somvar Video: শ্রাবণের প্রথম সোমবারে উপচে পড়া ভিড় তারকেশ্বর থেকে মহাকাল মন্দিরে, দেখে নিন একনজরে
Updated: 22 Jul 2024, 07:34 PM IST
Sayani Rana
অনেকেই শ্রাবণ মাসের প্রতি সোমবার ভগবান শিবের আরাধনা করে থাকেন। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। সকাল থেকেই দেশ তথা রাজ্যের নানা শিব মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তরা। শৈবতীর্থ তারকেশ্বরেও নেমেছে ভক্তদের ঢল। পুরো শ্রাবণ মাস জুড়ে রাজ্যের নানা প্রান্ত থেকে বহু ভক্ত তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে আসেন। তাছাড়াও তারকেশ্বর মন্দিরকে ঘিরে বসে শ্রাবণী মেলা। তবে কেবল তারকেশ্বরে নয়, দেশের নানা জেলার শিব মন্দিরে আজ সকাল থেকে হয়েছে ভক্ত সমাগম। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।