বাংলা নিউজ >
দেখতেই হবে >
অনন্ত-রাধিকার হস্তাক্ষর অনুষ্ঠানে শ্রেয়া-অরিজিতের গান, শাহরুখের নাচ সহ হল কী কী?
Updated: 04 Mar 2024, 09:25 PM IST
লেখক Subhasmita Kanji
৩ মার্চ জামনগরে অনুষ্ঠিত হল রাধিকা এবং অনন্তের হস্তাক্ষর অনুষ্ঠান। সেই অনুষ্ঠান নাচে গানে জমিয়ে দেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, শাহরুখ খান প্রমুখ। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই অনুষ্ঠানের একাধিক ভিডিয়ো।