বাংলা নিউজ >
দেখতেই হবে >
Ambani's Wedding: আম্বানিদের বিয়েতে একসঙ্গে 'রাম নাম' শঙ্কর, শ্রেয়া, হরিহরণ, কৌশিকী ও সোনুর
Updated: 14 Jul 2024, 04:58 PM IST
লেখক Ranita Goswami
তাঁরা সকলেই খ্যতনামা সঙ্গীতশিল্পী। তাঁদের গানের সুরে মুগ্ধ দেশ থেকে বিদেশ। আম্বানিদের 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠান মিলিয়ে দিল সেই সমস্ত শিল্পীদের। একই সারিতে, একসঙ্গে পাশাপাশি বসে গাইলেন শঙ্কর মহাদেবন, শ্রেয়া ঘোষাল, হরিহরণ, কৌশিকী চক্রবর্তী, সোনু নিগম। 'রাম রাম জয় রাজা রাম, রাম রাম জয় সীতা রাম।' গাইলেন শঙ্কর মহাদেবন, শ্রেয়া ঘোষাল, হরিহরণ, কৌশিকী চক্রবর্তী, সোনু নিগমরা। তাঁদের সেই গানের সুরে মুগ্ধ হলেন উপস্থিত শ্রোতারা। __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en #ambaniwedding #sankarmahadevan #sreyagoshal #sonunigam