বাংলা নিউজ >
দেখতেই হবে >
Shruti-Swarnendu: 'আমাদের যখন দাঁত পড়ে যাবে, তখন...' বিবাহবার্ষিকীতে শ্রুতিকে এসব কী বললেন স্বর্ণেন্দু?
Updated: 09 Jul 2024, 06:48 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
#shrutidas #marrigeanniversary #swarnendusamadar #reel এদিন বিবাহ-বার্ষিকী উপলক্ষ্য়ে স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে একটা রোম্যান্টিক ভিডিয়ো পোস্ট করেছেন শ্রুতি দাস। যেখানে স্বর্ণেন্দুকে লাল পাঞ্জাবি, আর শ্রুতিকে লাল শাড়িতে দেখা যায়। যেখানে একে অপরের সঙ্গে ভালোবাসায় মাখামাখি হতে দেখা যায় টলিপাড়ার এই লাভবার্ডকে। ব্যাকগ্রাউন্ডে স্বর্ণেন্দুকে শ্রুতির উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘আরও একটা বছর কাটিয়ে ফেললাম একসাথে। আশা করি হাতের উপর হাত রেখে প্রতিটা বছর এভাবেই কাটিয়ে দিতে পারব। আর তোর মনে আছে, তোকে আমি সবসময় বলি, যখন আমাদের অনেক বয়স হয়ে যাবে, যখন আমাদের দাঁতগুলো পড়তে শুরু করবে, তখন আমরা একসঙ্গে আমাদের গল্পগুলো সবাইকে শোনাব। আমরা অনেককিছু ফেলে যাচ্ছি এবছর। আবার অনেককিছু নিয়ে যাচ্ছি। আর ঠিক এইভাবেই প্রতিটা বছর আমি তোর সঙ্গে এগিয়ে যেতে চাই…।’ __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en