বাংলা নিউজ >
দেখতেই হবে >
Shruti-Swarnendu: স্মৃতির গলিতে থমকে দাঁড়িয়ে স্বর্ণেন্দু, স্বামীর পাশে নতুন বউ শ্রুতি
Updated: 22 Oct 2024, 07:58 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
শ্রুতি-স্বর্ণেন্দু ফিরে গিয়েছিলেন গুপ্তিপাড়ায়। হ্য়াঁ, ঠিকই ধরেছেন হুগলির গুপ্তিপাড়ার কথাই বলছি। জায়গাটি চুঁচুড়া সদর মহকুমা ও বলাগড় থানার অধীন। ভাগীরথী নদীর তীরে রয়েছে গুপ্তিপাড়া। আর সেখানেই রয়েছে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের পৈতৃক ভিটে। শ্রুতি যেমন বর্ধমানের কাটোয়ার মেয়ে, স্বর্ণেন্দুও তেমন গুগলির গুপ্তিপাড়ার ছেলে। নিজের সেই পৈতৃক ভিটেতেই ফিরে গিয়েছিলেন পরিচালক। বহু পুরনো সেই বাড়িতেই ফিরে গিয়েছিলেন পরিচালক। সেই মুহূর্তটিই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরিচালকের অর্ধাঙ্গিনী শ্রুতি। __________________________________________________________________