বৃহস্পতিবার অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা সেলিব্রেট ... more
বৃহস্পতিবার অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা সেলিব্রেট করছেন তাঁর ৩৫তম জন্মদিন। আর নিজের জন্মদিনে রাতভর পার্টি করলেন অভিনেতা। সুযোগ বুঝে মাঝরাতেই পাপারাত্জিদের সঙ্গে কেক কেটে জন্মদিনের খুশি ভাগ করে নিলেন। সারা বছর সিদ্ধার্থের প্রতি পদক্ষেপের খবর যাদের ক্যামেরায় লেন্সবন্দী হয়, তাদের সঙ্গে সেলিব্রেশন তো বনতা হ্যায়!