বাংলা নিউজ > দেখতেই হবে > Video: ধোঁয়া দিয়ে আঁকা হয়েছে গোটা ছবি! মোদীর জন্মদিনে ওড়িশার স্মোক আর্টিস্টের অনবদ্য শিল্পকীর্তি

Video: ধোঁয়া দিয়ে আঁকা হয়েছে গোটা ছবি! মোদীর জন্মদিনে ওড়িশার স্মোক আর্টিস্টের অনবদ্য শিল্পকীর্তি

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের দিন দেশের বিভিন্নপ্রান্তে উদযাপনের ছবি দেখা যায়। এদিকে, সকাল থেকেই নানান কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী। তারই মাঝে প্রধানমন্ত্রীর জন্মদিনে উঠে এল এই অনবদ্য শিল্পকীর্তি। ওড়িশার কটকের স্মোক আর্টিস্ট দীপক বিশ্বাল এই ছবিটি এঁকেছেন প্রদীপের ধোঁয়া দিয়ে। ছবিতে প্রধানমন্ত্রীর মুখ ছাড়াও রয়েছে কোনারকের মন্দিরের চক্র। শিল্পী দীপক বিশ্বাল বলছেন, ওই চক্রের ছবি সদ্য জি২০ এর মঞ্চে দেখা গিয়েছে। আর সেই বিষয়কে মাথায় রেখেই এমন শিল্পকীর্তি তিনি গড়ে তুলেছেন।