বাংলা নিউজ > দেখতেই হবে > সংসদভবনে পা ছুঁয়ে মুলায়মকে প্রণাম স্মৃতির! বর্ষীয়ান সপা নেতা কী করলেন?

সংসদভবনে পা ছুঁয়ে মুলায়মকে প্রণাম স্মৃতির! বর্ষীয়ান সপা নেতা কী করলেন?

দেশের বিভিন্ন সময়ে বহু বিধ ঘটনার সাক্ষী থেকেছে সংস... more

দেশের বিভিন্ন সময়ে বহু বিধ ঘটনার সাক্ষী থেকেছে সংসদভবন। বহু ঐতহাসিক ঘোষণা থেকে শুরু করে স্মরণীয় মুহূর্ত ধরা দিয়েছে সংসদের ইতিহাসে। কক্ষের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের পার্টিলাইনে বিপক্ষকে ছাপিয়ে যাওয়ার চেষ্টায় থাকে। তবে ব্যক্তিগত স্তরে রাজনৈতিক নেতা নেত্রীদের মধ্যে যে সৌজন্য রয়েছে, তা আরও একবার প্রমাণিত হল এই ঘটনায়। সংসদভবনে বর্ষীয়ান সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদবকে দেখেই পা ছুঁয়ে তাঁকে প্রণাম করতে এগিয়ে যান বিজেপির মন্ত্রী স্মৃতি ইরানি। মুলায়মের পা ছুঁতেই স্মৃতির মাথায় হাত রেখে আশির্বাদ করতে দেখা যায় বর্ষীয়ান সপা নেতাকে।