Updated: 04 Mar 2022, 08:41 PM IST
লেখক Sritama Mitra
উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে নতুন ক... more
উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে নতুন করে বরফপাত। এদিকে তারই মাঝে বদ্রীনাথ মন্দির চত্বরে বরফের পুরু আস্তরণ দেখা গিয়েছে শুক্রবার সকালে। এই এলাকা গত কয়েকদিন ধরেই বেশ খানিকটা তুষারপাত দেখেছে। সেই রেশ শুক্রবারও জারি রয়েছে।